বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২২

বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২২। আপনারা যারা বাংলালিংক সিম ব্যবহার করেন তারা অধিক আগ্রহে জানতে চাচ্ছেন বন্ধ সিমের অফার গুলি। যাদের বাংলালিংক সিম অনেকদিন যাবত বন্ধ রয়েছে। তাদের বন্ধ সিমের জন্য বাংলালিংক সিম অপারেটর এর উপর একটি নির্দিষ্ট ইন্টারনেট অফার দিয়ে থাকেন।
আপনাদের বন্ধ সিম যাদের রয়েছে তারা এই অফারটি পেতে অতি দ্রুত সিম চালু করতে পারেন। আমাদের এই পেজে বাংলালিংক সিমের অফার নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। বাংলালিংক অফার জানতে নিম্নে পোস্ট দেওয়া আছে চাইলে আপনি দেখতে পারেন।
বাংলালিংক সিম অফার ২০২২
বাংলালিংক আপনাকে দিচ্ছে দারুন অফার। সকল বন্ধ সিম গ্রাহকদের জন্য বিশেষ ইন্টারনেট অফার দিয়ে থাকেন। অফারটি পেতে আপনাকে কয়েকটি শর্ত পূর্ণ করতে হবে। তাহলে আপনি বাংলালিংক বন্ধ সিমের অফার টি ব্যবহার করতে পারবেন। আপনার সিম অফার টির জন্য প্রযোজ্য কিনা এটা জানার জন্য আপনাকে একটি ম্যাসেজ সেন্ড করতে হবে। এরপর আপনাকে তারা জানিয়ে দেবে অফারটি নিতে পারবেন কিনা।
বন্ধ বাংলালিংক সিমের অফার দেখার পদ্ধতি
বাংলালিংক বন্ধ সিমের অফার দেখতে আপনাকে কয়েকটি নিয়ম ফলো করতে হবে।
১। আপনি মেসেজ অপশনে গিয়ে আপনার বাংলালিংক সিমের নাম্বারটি লিখে তা 4343 নাম্বারে সেন্ড করতে হবে।
২। আপনি আপনার মোবাইলে *121*200# কোড ডায়াল করার মাধ্যমে জানতে পারবেন।
৩। অথবা আপনি কল করার মাধ্যমে জানতে পারবেন 24343 নাম্বারে। আপনি বিনা চার্জে জানতে পারবেন।
বাংলালিংক বন্ধ সিম অফার ২০২২
বাংলালিংক অফার জানতে আমাদের পেজে চোখ রাখুন। বাংলালিংক আপনাকে দিচ্ছে ৩ জিবি ইন্টারনেট ফ্রি ব্যবস্থা। এছাড়াও রয়েছে কম কলরেট এর ব্যবস্থা। বাংলালিংক সিম দিয়ে স্বল্প টাকায় ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন। যারা বাংলালিংক গ্রাহক তাদের জন্য এই অফারটি প্রযোজ্য। নিম্নে বাংলালিংক বন্ধ সিম অফার তুলে ধরা হলো।
১ জিবি ২৬ টাকায় বাংলালিংক বন্ধ সিম অফার। মেয়াদঃ ৭ দিন।
৪৫ মিনিট ২৭ টাকায় মেয়াদঃ ৭ দিন।
বাংলালিংক বন্ধ সিম বান্ডেল অফার ৯০ মিনিট ৭৫ টাকায় মেয়াদঃ ৩০ দিন।
বাংলালিংক বন্ধ সিম ইন্টারনেট অফার
আমরা যারা বাংলালিংক বন্ধ সিম ইন্টারনেট অফার জানতে আগ্রহী। কিন্তু জানতে পারছেন না আজ আপনাদের জন্য পেজের মাধ্যমে বাংলালিংক বন্ধ সিম ইন্টারনেট অফার জানাবো।
বাংলালিনক বন্ধ সিম আপনাকে ৩ জিবি দিচ্ছে মাত্র ৪৯ টাকায়।
মেয়াদ মাত্রঃ ৭ দিন কোড নাম্বারঃ *১২১*২০০#
বন্ধ সিম কলরেট অফার বাংলালিংক
বাংলালিংক বন্ধ সিম অফার আপনাকে দিচ্ছে ১ জিবি ২৬ টাকায়।
ডায়াল কোডঃ *১২১*২০০#
মেয়াদ মাত্রঃ ৭ দিন
বাংলালিংক বন্ধ সিম অফার আপনাকে দিচ্ছে ১ জিবি ৩৫ মিনিট।
মেয়াদ মাত্রঃ ৭ দিন
ডায়াল কোডঃ *১২১*২০০#
এছাড়াও আপনি পাচ্ছেন ৯০ মিনিট ৫৭ টাকা।
ডায়াল কোডঃ *১৬৬*১৪৭#
আপনি আপনার বাংলালিংক বন্ধ সিমের অফার জানার জন্য *১২১*২০০# ডায়াল করুন।
বন্ধ সিম মিনিট অফার বাংলালিংক
বাংলালিংক বন্ধ সিম মিনিট অফার জানার জন্য নিম্নে লক্ষ্য করুন।
বাংলালিংক বন্ধ সিম মিনিট অফার আপনাকে দিচ্ছে ৭০ মিনিট ৪৭ টাকায়
অফারটি নেয়ার জন্য ডায়াল করুন *১২১*২০০# মেয়াদ মাত্রঃ ৩০ দিন।
এছাড়াও বাংলালিংক আপনাকে দিচ্ছে দারুন অফার ৫৯ টাকায় ৪৮পয়সা মিনিট।
আরো পাচ্ছেন ১ পয়সা সেকেন্ড ৩৯ টাকা রিচার্জের মাধ্যমে। মেয়াদঃ ১৫ দিন।
অফার গুলি ভালোভাবে পরে বুঝে নিতে পারেন। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানানো উচিত সেটি হচ্ছে অফারটি সীমিত সময়ের জন্য।
শেষ কথাঃ
আশা করি আপনাদেরকে বাংলালিংক বন্ধ সিমের অফার টি বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের বাসায় যদি কারো বাংলালিংক বন্ধ সিম থেকে থাকে তাহলে আপনি এই অফারটি বন্ধ সিম চালু করে ব্যবহার করতে পারেন। সবাইকে ধন্যবাদ, আপনাদের জন্য রইল শুভকামনা।
আরো দেখুনঃ
- রবি সিমে 5 কোটি মেগাবাইট ফ্রি ইন্টারনেট অফার ২০২২ – রবি ও এয়ারটেল ৫,০০,০০,০০০ MB Free
- জিপি বন্ধ সিমের অফার 2022 (GP bondho sim offer 2022)
- সকল সিমের নাম্বার দেখার নিয়ম ২০২২
- জিপি ইমু প্যাক 2022 GP imo pack 2022
- স্কিটো ইমু প্যাক 2022
- এয়ারটেল ইমু প্যাক 2022 (Airtel Imo Pack)