সকল সিমের নাম্বার দেখার নিয়ম ২০২২

সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরব সকল সিমের নাম্বার বের করার পদ্ধতি। সাম্প্রতিক সময়ে ডিজিটাল যুগ আসার পরে আমরা সকলেই প্রায় মোবাইল ফোন ব্যবহার করি। এটি আমাদের নিত্যদিনের সঙ্গী। দিন যত যাচ্ছে মোবাইলের ব্যবহার উন্নতি হচ্ছে। কয়েক বছর পূর্বেও এরকম দেখা গেছে একটি গ্রামে একটি মোবাইল ব্যবহার হতো। তাও আবার সিরিয়াল ধরে কথা বলতে হতো। কিন্তু এখন সকলের কাছে প্রায় মোবাইল দেখা যায়।  

মানুষ যতো মোবাইলের ব্যবহার করতে থাকবে ঠিক সিম এর ব্যবহার বাড়তে থাকবে। আমরা সকলেই প্রায় একাধিক সিম ব্যবহার করে থাকি। তবে অনেকের কাছে সকল সিমের নাম্বার মুখস্ত রাখা সম্ভব হয় না। এর কারণে অনেকের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো সকল সিমের নাম্বার কিভাবে দ্রুত সময়ের মধ্যে বের করতে পারবেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

সকল সিমের নাম্বার দেখার নিয়ম

শুরুতেই আমরা জেনে আসি আমাদের দেশে কয়টি সিম ব্যবহার হয়ে থাকে। আমাদের দেশে ৬টি  সিম ব্যবহার হয়ে থাকে। 

১। (Grameenphone) গ্রামীণফোন বা জিপি।

২।( Robi) রবি।

৩। (Banglalink) বাংলালিংক।

৪। (Airtel) এয়ারটেল।

৫।(Teletalk) টেলিটক।

৬।(Citycell) সিটিসেল।

১। গ্রামীণফোন(Grameenphone) বা জিপি

http://www.grameenphone.com

একাউন্ট ব্যালেন্স দেখতে ডায়াল করতে হবেঃ *566#( প্রিপেইড)

আপনি কোন প্যাকেজের মধ্যে আছেন তা জানতে ডায়াল করবেনঃ *111*1*6*4#

ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করবেনঃ*566*10# অথবা *121*1*4#

মিনিট চেক করতে ডায়াল করবেনঃ*566*20# অথবা *566*24#

এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করবেনঃ*566*2#

এমএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করবেনঃ*566*14#

পর্যাপ্ত টাকা না থাকলে এডভান্স ব্যালেন্স এর জন্য ডায়াল করবেনঃ *1010*1#

পোষ্টপেইড একাউন্ট ব্যালেন্স চেক করতে ডায়াল করবেনঃ12115 আথবা এসএমএস করতে হবে 2000 মোবাইল নাম্বার ভুলে গেলে ডায়াল করতে হবেঃ *2# 

২।বাংলালিংক (Banglalink):

http:/www.banglalink.com.bd/en

একাউন্ট ব্যালেন্স দেখতে ডায়াল করতে হবেঃ *124#

বর্তমান প্যাকেজ জানতে ডায়াল করতে হবেঃ *121*2*1#

পর্যাপ্ত টাকা না থাকলে এডভান্স ব্যালেন্স এর জন্য ডায়াল করতে হবেঃ *874#

অ্যাডভান্স ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবেঃ *874*0#

মিনিট/ এস এম এস চেক করতে ডায়াল করতে হবেঃ *124*2#

বোনাস দেখতে ডায়াল করতে হবেঃ *124*3#

ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবেঃ *124*5#

মোবাইল নাম্বার বের করার জন্য ডায়াল করতে হবেঃ *511#

৩।এয়ারটেল (Airtel)

http://www.bd.airtel.com

একাউন্ট ব্যালেন্স দেখতে ডায়াল করতে হবেঃ *778#

বোনাস দেখতে ডায়াল করতে হবেঃ*778*1# অথবা *778*7#

এসএমএস চেক করতে ডায়াল করবেনঃ *778*2#

ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবেঃ*8444*88#

 ফ্রী এসএমএস চেক করতে ডায়াল করবেনঃ *778*6#

ফ্রী মিনিট চেক করতে ডায়াল করতে হবেঃ*778*5#

বোনাস মিনিট দেখতে ডায়াল করতে হবেঃ *778*3#

বোনাস এমএমএস চেক করতে ডায়াল করবেনঃ*778*8#

মোবাইল নাম্বার বের করার জন্য ডায়াল করতে হবেঃ *2#

৪। রবি ( Robi)

http://www.robi.com.bd

একাউন্ট ব্যালেন্স দেখতে ডায়াল করতে হবেঃ*222#(প্রিপেইড)

ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবেঃ *8444*88#

মিনিট চেক করতে ডায়াল করতে হবেঃ *222*3#

এসএমএস চেক করতে ডায়াল করবেনঃ *222*11#

এমএমএস চেক করতে ডায়াল করবেনঃ*222*13#

মোবাইল নাম্বার বের করার জন্য ডায়াল করতে হবেঃ *2#

৫।টেলিটক (Teletalk) 

http://www.teletalk.com.bd

একাউন্ট ব্যালেন্স দেখতে ডায়াল করতে হবেঃ*152#(প্রিপেইড)

ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করতে হবেঃ U > Send 111

মোবাইল নাম্বার বের করার জন্য ডায়াল করতে হবেঃ *551# 

শর্ট কোড সিমের নম্বর জানার জন্যঃ

GP and Skitto: *2#
Robi: *140*2*4# অথব *2#
Airtel: *2#
Banglalink: *511*1#
Citycell: Type MDN & ship it to 7678

শেষ কথাঃ

এই পোস্টের মধ্যে যদি কোন ভুলভ্রান্তি থাকে দয়া করে জানাবেন। আর সকলেই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন। আশা করি সকলের কাছে সিমের শর্টকাট নাম্বার বের করার জন্য পোস্টটি ভালো লাগ।

 

 

Leave a Comment