ফিফা বিশ্বকাপ ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান সময় দেখুন

ফিফা বিশ্বকাপ ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান সময় দেখুন। আগামী রোববার ২০ নভেম্বর বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতার খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে। সর্বপ্রথম বিশ্বকাপ খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অতঃপর বিশ্বকাপের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই উদ্বোধনী ম্যাচ শেষে ইকুয়েডর এবং কাতার মাঠে খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করবে।

ফিফা বিশ্বকাপ ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান সময় দেখুন

ফিফা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের গায়ক উপস্থিত থাকবে এর মধ্যে অন্যতম হচ্ছে গায়ক ডমিনিক লিল ববি ও বলিউড সুপারস্টার নোরা ফাতেহিসহ বিটিএস ফ্যানরা। এবারের আয়োজনে গানের পাশাপাশি মঞ্চ মাতাবেন মানাল, রেহমার এবং নোরা ফাতেহি।

ফিফা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে শাকিরাসহ নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েল, হিপ-হপ পপ তারকা ডুয়া লিপা বিশ্বকাপ আয়োজনে উপস্থিত হতে পারবে না এ বিষয়টি তারা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে।

বিগত বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপ আয়োজন পূর্বের চেয়ে ব্যতিক্রম যা ইতিমধ্যেই বিশ্বকাপ দেশগুলোতে আলোচনার ঝড় বয়ে আসছে। কাতার বিশ্বকাপের মূল আকর্ষণ হচ্ছে বিভিন্ন স্টুডিয়াম এর লোক ধারণক্ষমতা অন্যান্য স্টুডিয়াম এর চেয়ে দ্বিগুণ। মাঠে থাকবে সবসময় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা দর্শকদের জন্য খেলা দেখার পূর্ণাঙ্গ সুযোগ এবং বিনোদনের জন্য থাকার হোটেল রেস্টুরেন্ট সব মিলিয়ে আকর্ষণীয় আয়োজন ব্যবস্থা হতে যাচ্ছে কাতারে।

ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিল ২০২২

ফিফা বিশ্বকাপ খেলার প্রিয় দলের সাপোর্ট এর বিস্তারিত জানতে অনেকেই ইন্টারনেটে সার্চ করে থাকি, তাই আজকে আপনাদের আপনাদের কাঙ্ক্ষিত প্রিয় দলের পয়েন্ট টেবিল এবং বাছাইপর্ব সম্পর্কে বিস্তারিত নিম্নে উল্লেখ করা হবে।

ফিফা বিশ্বকাপ কাতার খেলায় কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর মধ্যে হচ্ছে, ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, ইতালি, স্পেন, যাদের দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা সর্বসময় উৎসাহিত উদযাপন করে থাকেন। কাতার বিশ্বকাপ ২০২২ এ ইতিমধ্যে লড়াই করে জায়গা করে নিয়েছে ১৩ টি সেরা দল। আরো অন্য অন্য দল এরা তাদের পারফরমেন্স দেখানোর জন্য হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে মূলপর্বের খেলার জন্য।

এবারের বিশ্বকাপে মূল পর্যায়ে অংশগ্রহণ করবে ৩২টি দল যার মধ্যে ইতিমধ্যে ১৩ টি দল নির্বাচিত হয়েছে।

Qatar Football Team List 2022

১ কাতার
২ ব্রাজিল
৩ আর্জেন্টিনা
৪ ডেনমার্ক
৫ স্পেন

৬ইংল্যান্ড
৭ বেলজিয়াম
৮ জার্মানি
৯ সার্বিয়া

১০ নেদারল্যান্ডস
১১ সুইজারল্যান্ড
১২ ক্রোয়েশিয়া
১৩ ফ্রান্স

ফিফা ফুটবল ২০২২ বিশ্বকাপের স্টেডিয়াম সমূহ

৮ টি স্টেডিয়ামে এবারের কাতার বিশ্বকাপ ম্যাচ গুলো অনুষ্ঠিত হতে যাচ্ছেঃ

স্টেডিয়ামের নাম ধারন ক্ষমতা

আল বাইত স্টেডিয়াম > 60,000 হাজার
আল সুমামাহ স্টেডিয়াম>  40,000 হাজার
এডুকেশন সিটি স্টেডিয়াম>  40,000 হাজার
আহমেদ বিন আলী স্টেডিয়াম>  40,000 হাজার

আল জানুব স্টেডিয়াম > 40,000 হাজার
রাস আবু আবুদ স্টেডিয়াম > 40,000 হাজার
লুসাইল আইকনিক স্টেডিয়াম>  80,000 হাজার
খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম > 40,000 হাজার

সর্বশেষ কথাঃ

কাতার বিশ্বকাপের আয়োজন হবে জমকালো যা বিশ্বের দরবারে কাতার নিজ দেশকে উঁচু করে তুলেছে। প্রিয় ফুটবল প্রেমীদের কাতার বিশ্বকাপ দেখার আয়োজনে সবাইকে আমাদের এই পেজ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।

নিম্নে আরো দেখতে থাকুনঃ

Leave a Comment