হাফেজ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস ও কবিতা

হাফেজ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস ও কবিতা। প্রিয় সুধী আজকে আমাদের এই পেজে আমাদের ক্ষুদ্র জ্ঞানে হাফেজ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস ও কবিতা তুলে ধরা হয়েছে।

তাই আমাদের আজকের এই পেজে হাফেজ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস ও কবিতা সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হয়েছে,এখান থেকে আপনারা এই পোস্টের মাধ্যমে উক্তি গুলো সংগ্রহ করে নিতে পারেন। আশা করি পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। নিম্নে আমাদের পোস্ট দেয়া হলো।

হাফেজ নিয়ে উক্তি

হাফেজ নিয়ে উক্তি নিম্নে দেখতে পারেনঃ

>  শ্রেষ্ঠ বাণীর ধারক : হাফেজরা সর্বশ্রেষ্ঠ বাণী কোরআনের ধারক। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহর চেয়ে বেশি সত্যবাদী কে?’ (সুরা নিসা, আয়াত : ৮৭)

>  সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত : কোরআনের হাফেজ মুমিনদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। কেননা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। ’ (সহিহ বুখারি, হাদিস : ৫০২৮)

> আল্লাহর নিদর্শন : হাফেজদের অন্তরে কোরআন সংরক্ষণ আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। কেননা পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ এভাবে সংরক্ষণের নজির নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আপনি তো আগে কোনো কিতাব পাঠ করেননি এবং নিজ হাতে কোনো কিতাব লেখেননি যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করবে; বরং যাদের জ্ঞান দেওয়া হয়েছে। বস্তুত তাদের অন্তরে এটা স্পষ্ট নিদর্শন। শুধু অবিচারকারীরাই আমার নিদর্শন অস্বীকার করে। ’ (সুরা আনকাবুত, আয়াত : ৪৮-৪৯)

>  পরকালে সুপারিশকারী : রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কোরআন তিলাওয়াত করো। কেননা তা কিয়ামতের দিন তার ধারকের জন্য সুপারিশকারী হবে। ’ (সহিহ মুসলিম, হাদিস : ৩০২)

> আয়াতে আয়াতে মর্যাদা বৃদ্ধি : কিয়ামতের দিন কোরআন মুখস্থকারীদের প্রতিটি আয়াতের বিপরীতে মর্যাদা বৃদ্ধি করা হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোরআন অধ্যয়নকারীকে বলা হবে, কোরআন পাঠ করতে করতে ওপরে উঠতে থাকো। তুমি দুনিয়াতে যেভাবে ধীরে-সুস্থে পাঠ করতে, সেভাবে পাঠ করো। কেননা তোমার তিলাওয়াতের শেষ আয়াতেই (জান্নাতে) তোমার বাসস্থান হবে। ’ (সুনানে আবি দাউদ, হাদিস : ১৪৬৪)

হাফেজ নিয়ে বাণী

নিম্নে হাফেজ নিয়ে বাণী তুলে ধরা হলোঃ

> মুসলিমসমাজ ও রাষ্ট্রে হাফেজে কোরআন : মুসলিম সমাজ ও রাষ্ট্রে হাফেজদের বিশেষ মর্যাদা রয়েছে। যেমন—ইসলামী সমাজব্যবস্থায় ইমামের একটি বিশেষ মর্যাদা আছে। আর কোরআনের অধিক বিশুদ্ধ তিলাওয়াতকারী হিসেবে হাফেজরা এ ক্ষেত্রে এগিয়ে থাকেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহর কিতাব সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ ও কেরাতে অধিক পারদর্শী ব্যক্তি মানুষের ইমামতি করবে। ’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৫৮২)

> ওমর ইবনুল খাত্তাব (রা.) সালিম ইবনে মাকাল (রা.)-এর ব্যাপারে বলেন, ‘যদি সালিম বেঁচে থাকত, তবে আমি শুরা (পরামর্শ সভা) গঠন করতাম না। ’ (কিতাবু আদাবিল কাজি, পৃষ্ঠা ৬৩০)

> অর্থাৎ সিদ্ধান্ত শুরার হাতে না তুলে দিয়ে সালিম (রা.)-এর হাতে তুলে দেওয়া হতো। আর সালিম (রা.) ছিলেন কোরআন হিফজ ও তা চর্চায় বেশি আগ্রহী। রাসুলুল্লাহ (সা.) মদিনায় আসার আগে সালিম (রা.) কুবায় মুসলিমদের নামাজের ইমামতি করতেন।

> আল্লাহভীরুদের জন্য কোরআনের জ্ঞান : কোরআন মুখস্থ করতে পারা আল্লাহর অনুগ্রহের বিষয়, তেমনি তা হৃদয়ঙ্গম করতেও আল্লাহর অনুগ্রহ প্রয়োজন। আর আল্লাহ অনুগ্রহ করেন তার মুত্তাকি বান্দাদের প্রতি। ইরশাদ হয়েছে, ‘আল্লাহকে ভয় কোরো, তিনি তোমাদের শিক্ষা দান করবেন। ’ (সুরা বাকারা, আয়াত : ২৮২)

> আমল করলে মহাপুরস্কার : কোরআন ধারণের পর মানুষ যখন আমল করে তখনই সে চূড়ান্ত সাফল্য লাভ করে। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই এই কোরআন পথপ্রদর্শন করে সেই পথের দিকে, যা সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য আছে মহাপুরস্কার। ’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৯)

> কোরআনের প্রতি যত্নশীল হওয়া আবশ্যক : কোরআনের প্রতি যত্নশীল হওয়ার দুটি দিক। যথাক্রমে—এক. মনোযোগসহ সুন্দরভাবে তিলাওয়াত করা। যেমন আল্লাহ ইরশাদ করেন, ‘যাদের আমি কিতাব দান করেছি তারা তা যথাযথভাবে তিলাওয়াত করে, তারাই তাতে বিশ্বাস করে। আর যারা এটা প্রত্যাখ্যান করে তারা ক্ষতিগ্রস্ত। ’ (সুরা বাকারা, আয়াত : ১২১)

> দুই. কোরআন ভুলে না যাওয়া। কেননা রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কোরআনের প্রতি লক্ষ রাখবে। যে পবিত্র সত্তার হাতে আমার জীবন তাঁর শপথ! কোরআন বাঁধন ছাড়া উটের চেয়েও দ্রুতগতিতে দৌড়ে যায়। ’ (সহিহ বুখারি, হাদিস : ৫০৩৩)

হাফেজ নিয়ে স্ট্যাটাস

হাফেজ নিয়ে স্ট্যাটাস দেয়া হলোঃ

> কোরআনকে প্রতিপক্ষ না বানানো : কোরআন পরকালে মুক্তির উপায় হবে, তেমনি তা বিপদেরও কারণ হবে। এ জন্য মহানবী (সা.) বলেন, ‘কোরআন সাক্ষী হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে। ’ (সহিহ মুসলিম, হাদিস : ২২১)

> মুহাদ্দিসরা বলেন, কোরআন প্রতিপক্ষ হবে সেসব মানুষের, যারা তাতে বিশ্বাস করে না, তার প্রতি সন্তুষ্ট থাকে না, তার আদেশ মান্য করে না, নিষেধাজ্ঞা পরিহার করে না, হালালকে হালাল ও হারামকে হারাম জানে না, তাকে জীবনবিধান হিসেবে গ্রহণ করে না। আল্লাহ সবাইকে কোরআনের ধারক-বাহক হিসেবে কবুল করুন। আমিন।

> দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা সবচেয়ে দামি শিক্ষা (হাদিস শরীফ )

> হাফেজদের কোরআন তেলাওয়াত খুবই মধুর। 

হাফেজ নিয়ে কবিতা

হাফেজ নিয়ে কবিতা পড়ুনঃ

“হাফিজ হও”
– জাবরুল ইসলাম চৌধুরী

– ইসলামী কবিতা
কবিতাঃ- “হাফিজ হও”

এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবে কাড়ি, হিফজে কোরআন হলে তাহা সংঙ্গে দিবে পাড়ি।

যে জন কোরআন হিফজ করিবে আপন ছিনার তরে, অক্ষত সে থাকবে মরে লক্ষ বছর ধরে ।

কোরআন শিখো কোরআন শিখাও শ্রেষ্ঠ গণ্য হবে, আসমানী সব কিতাবের জ্ঞান কোরআন পড়ে পাবে ।

এক হাফিজের সুপারিশে দশের হবে নাজাত, বাঁচবে সেদিন দোযখ হতে মুক্তি আখিরাত ।

পড়বে তুমি চড়বে তুমি জান্নাতের ঐ সিঁড়ি, থামবে পড়া যেতায় তোমার সেথায় হবে বাড়ী।

ধন্য ঐসব পিতামাতা হাফিজ যাদের ঘরে, নূরের মুকুট পড়বে সেদিন রোজ হাশরের তরে ।

আরো দেখুনঃ

শেষ কথাঃ

এই ছিল আজকের আমাদের এই পোস্ট হাফেজ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস ও কবিতা। পোস্টটি ভালো লাগলে আপনারা সকলের মাঝে শেয়ার করতে পারেন। পোস্টটি পড়ে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Comment