সাহিত্যিক আবু ইসহাক এর স্ট্যাটাস, বানী, উক্তি, ক্যাপশন ও কবিতা

সাহিত্যিক আবু ইসহাক এর স্ট্যাটাস, বানী, উক্তি, ক্যাপশন ও কবিতা

সাহিত্যিক আবু ইসহাক এর স্ট্যাটাস, বানী, উক্তি, ক্যাপশন ও কবিতা। আমাদের পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন পোস্ট। সাহিত্যিক আবু ইসহাক এর স্ট্যাটাস, বানী, উক্তি, ক্যাপশন ও কবিতা সার্চ করতেছেন। কিন্তু এখনো খুঁজে পাননি তাদের জন্য আজকের এই পোস্ট।

আমাদের এই পেজ থেকে সাহিত্যিক আবু ইসহাক এর স্ট্যাটাস, বানী, উক্তি, ক্যাপশন ও কবিতা পোস্টটি দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আরো উক্তি পেতে আমাদের সাথেই থাকুন।

সাহিত্যিক আবু ইসহাক এর স্ট্যাটাস

> ভাতের লড়াইয়ে হেরে যায় তারা। অতীতের কান্না চেপে, চোখের জল মুছে তারা আসে, কিন্তু মানুষের চেহারা নিয়ে নয়। শিরদাঁড়া বেঁকে গেছে, পেট গিয়ে মিশেছে পিঠের সাথে। … তবুও তারা ভাঙা মেরুদণ্ড নিয়ে সমাজ ও সভ্যতার মেরুদণ্ড সোজা করে ধরবার চেষ্টা করে। … পঞ্চাশের মন্বন্তরে হোঁচট খাওয়া দেশ আবার টলতে টলতে দাঁড়ায় লাঠি ভর দিয়ে।

>  সূর্য দীঘল বাড়ি, আবু ইসহাক।

> না খাইয়া জানেরে কষ্ট দিলে খোদা ব্যাজার অয়। মরলে পরে খোদা জিগাইব, তোর আত-পাও দিছিলাম কিয়ের লেইগ্যা? আত দিছিলাম খাটবার লেইগ্যা, পাও দিছিলাম বিদ্যাশে গিয়া ট্যাকা রুজি করনের লেইগ্যা।

> সূর্য দীঘল বাড়ি, আবু ইসহাক।

> বাপজান, তোমার মা তোমারে অনেক আদর করে?
ছোট ছেলেটি উত্তর দিলো- আমার ‘মা’ নাই ।

>  সূর্য দীঘল বাড়ি, আবু ইসহাক।

সাহিত্যিক আবু ইসহাক এর বানী

> নিয়মের দুনিয়ায় অনেক অনিয়ম আছে। যেমন কর্ম তেমন ফল’ তাই সব সময়ে পাওয়া যায় না। মাথার ঘাম পায়ে ফেলা সারাদিনের কর্মফল বড় সামান্য। পরোপকার প্রায়ই বিফলে যায়। সে কর্মে যদিও ফল ফলে, তা তিতো, বিষাক্ত। এটা অনিয়ম বৈকি।

>  সূর্য দীঘল বাড়ি, আবু ইসহাক।

> লাঠির জোরে মাটি, লাঠালাঠি কাটাকাটি, আদালতে হাঁটাহাঁটি, এই না হলে চরের মাটি, হয় কবে খাঁটি” –

> পদ্মার পলিদ্বীপ, আবু ইসহাক

> জীবন রক্ষা করাই ধর্মের প্রথম ও শ্রেষ্ঠ মূলমন্ত্র।

> সূর্য দীঘল বাড়ি, আবু ইসহাক।

সাহিত্যিক আবু ইসহাক এর উক্তি

> ঐ দিন আরও কয়েকবার মহাপতঙ্গ আসে। বাড়ির ছাদে, ঘরের চালে, গাছের ডালে ছিল যেসব দোপেয়ে দৈত্য তাদের পেটে পুরে কোথায় উধাও হয়ে যায়।

সাহিত্যিক আবু ইসহাক এর ক্যাপশন

> চড়ুই পাখি দুটোর বিস্ময়ের সীমা নেই। রাতে বাসায় বসে স্ত্রী চড়ুই বলে,

> দোপেয়ে দৈত্যরা তো যেমন তেমন টেটন নয়।

সাহিত্যিক আবু ইসহাক এর কবিতা

– আবু ইসহাক
অপেক্ষা বুঝি আবার দাড়িয়ে আাছে দরজায়
তোমার প্রতিক্ষায়, জানি না হবে কবে শেষ।
অচেনা এক নাম চেনা মানুষের, ধুর্ত হেয়ালিতে
চলছে স্রোতের মতো, যা বহমান কষ্টের মতো।

আজ সেদিনের কথা মনে পড়ে, বৃষ্টির মতো
নেমেছিল চোখের জল, লতার মতো কমল হাত।
দিনের আলোর গভীরে আছে চাঁদ, তেমনি আছে সে
তাই বুঝি খেলা মেতেছ তুমি, বাড়ছে অপেক্ষা!

শেষ কথাঃ

সাহিত্যিক আবু ইসহাক এর স্ট্যাটাস, বানী, উক্তি, ক্যাপশন ও কবিতা। সাহিত্যিক আবু ইসহাক এর স্ট্যাটাস, বানী, উক্তি, ক্যাপশন ও কবিতা পোস্ট পড়ে ভালো লাগে তাহলে এই পোস্টটি সকলের মাঝে শেয়ার করতে পারেন। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

আরো পড়ুনঃ

tech-007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *