মসজিদ নিয়ে বানী,উক্তি,স্ট্যাটাস,ক্যাপশন ও কবিতা এবং ছবিসমূহ

আমাদের আজকের এই পেজে মসজিদ নিয়ে বানী উক্তি স্ট্যাটাস ক্যাপশন বাণী কবিতা এবং ছবিসমূহ সাজানো হয়েছে। আপনারা যারা মসজিদ নিয়ে বানী উক্তি স্ট্যাটাস ক্যাপশন কবিতা এবং ছবিসমূহ সার্চ করছেন তারা আমাদের এই পেজ থেকে মসজিদ নিয়ে বানী উক্তি স্ট্যাটাস ক্যাপশন কবিতা জেনে নিতে পারেন।

তাই আজকে আমরা মসজিদ নিয়ে বানী উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা নিয়ে কিছু তথ্য তুলে ধরা হয়েছে। আপনারা এখান থেকে ভালোভাবে তথ্যগুলো পড়তে পারেন। আশা করি সকলের উপকারে আসবে। আরো নিত্যনতুন উক্তি পেতে আমাদের সাথেই থাকুন।

মসজিদ নিয়ে বানী

> যখন আমি স্টুডিওতে যাই, আমি আমার দেহকে দরজায় ছেড়ে আসি; যেভাবে মুসলিম তাদের জুতা ছেড়ে আসে এবং মসজিদে ঢোকে। তেমনি আমি কেবল মাত্র আমার আত্মাকেই অধিকার দেই ভেতরে যাওয়ার জন্য এবং পেইন্টিং করার জন্য।
( Pablo Picasso) 

> যেই মসজিদে জিহাদ এবং জিহাদের সাথে সম্পর্কিত কার্যাবলির চলাচল আছে; সেই মসজিদ বন্ধ করা উচিত।
( Pamela Geller) 

> তুমি মসজিদের দিকে বারবার ছুটে গেলেও কখনো ক্লান্ত হবে না।
(Bulleh Shah) 

> মসজিদ হলো আমাদের ব্যারাক, গম্বুজ আমাদের হেলমেট এবং মিনার হচ্ছে আমাদের বেয়নেট।
( Recep Erdogan) 

> জর্জ বুশ একটি মসজিদ ভ্রমণ করেছিলেন এবং তারপরেই বলতে বাধ্য হয়েছিলেন- “ইসলাম একটি শান্তির জায়গা।”
( Wolf Blitzer) 

> মসজিদ বা উপাসনালয়ে কেঁদো কিন্তু কখনো মানুষের মন ভেঙ্গো না।
( Bulleh Shah) 

> যদি তুমি চারদিকে তাকাও, তাহলেও সৃষ্টিকর্তাকে খুঁজে পাবে। কেননা, তিনি কেবল মসজিদ বা মন্দিরেই লুকায়িত নন।
(Shams Tabrizi) 

মসজিদ নিয়ে উক্তি

> আমরা আল্লাহকে যেকোনো জায়গায়, যেকোনো সময়েই ডাকতে পারি। কেননা, আল্লাহ শুধু মসজিদের মধ্যে ই সীমাবদ্ধ নন।
(Shams Tabrizi) 

> হায়! একসময় মসজিদগুলো যাদুঘরে রুপান্তরিত হবে। মানবজীবনের বর্তমান বুদ্ধিবৃত্তিক পরিবর্তনের গতি ধারা এই ধ্বংসাত্মক পরিবর্তনটি বয়ে আনবে।
(Megmet Murat Ildan) 

> সবাই মসজিদে একটা উদ্দেশ্য নিয়েই যায়- তা হলো সালাত আদায়।
( সুজয় চৌধুরী) 

> আমাদের সেই সমস্ত লোককে গভীরভাবে ভালোবাসা উচিত যারা মসজিদে যায়। আমরা যে এক ও অভিন্ন ধর্মের সত্ত্বাধিকারী।
( Khalil Gibran) 

> আমি ধর্মভীরু লোক ছিলাম না। কিন্তু একদিন মসজিদে আহ্বানের ধ্বনি তথা আজান আমার কানে আসলো। এটা আমার হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছিলো এবং চোখে পানি এনে দিয়েছিলো।
( Shahin Najafi) 

> আমি মসজিদ, মন্দির বা গীর্জা বা তথারূপ উপাসনালয়- সবটা ই পছন্দ করি।
কারণ সেখানে আর কিছুই নয়; একই সৃষ্টিকর্তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় মাত্র।
(Hafej) 

মসজিদ নিয়ে স্ট্যাটাস

> মসজিদ- সুউচ্চ মিনারে সত্যের প্রতিবিম্বন, মসজিদ- পরকালীন মুক্তির সুনিশ্চিত সাধন।
(কাফাশ মুনহামাননা) 

> মসজিদ একসাথে উচুঁ-নিচু, সাদা-কালো মসজিদ একসাথে প্রশান্তির পূর্ণ আলো।
( কাফাশ মুনহামাননা) 

> মসজিদ হলো মুমিন-মুসলিমদের প্রাণ
(সংগৃহীত) 

> যে পুরুষ ব্যক্তি মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত সালাত আদায় করে না, আমি নিজ হাতে তার বাড়ি পুড়িয়ে দিতাম; যদি না সেখানে মহিলা ও বাচ্চারা থাকতো।
(হযরত মুহম্মদ (স)

> কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে সেই ৭ শ্রেণির লোক, যাদের মধ্যে এক শ্রেণীর লোক এর মন মসজিদের সাথে আটকানো থাকে অর্থাৎ যখনই বের হয়ে যায়, আবার তৎক্ষণাৎ ফিরে আসে।
( হযরত মুহম্মদ (স)

> যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করে দিবেন; তবে সে মসজিদ যেন ঈমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে না হয়।
( হযরত মুহম্মদ (স)

> মসজিদ বা মন্দির বা গীর্জার ভেতরে যে আছে সে ভিখারি নয়। সে ভক্তি ছাড়া আর কিছুই চায় না। বরং ভিক্ষা ঐ সমস্ত ব্যক্তিকে দাও, যারা মসজিদের বা উপাসনালয়ের বাইরে থালা নিয়ে বসে থাকে।
( সংগৃহীত) 

> মসজিদের লাশের কাঠটা যেখানে আমার অপেক্ষায়; সেখানে আমি ব্যস্ত দুনিয়ার রঙ্গ তামাশায়।
( সংগৃহীত) 

মসজিদ নিয়ে ক্যাপশন এবং কোরআনের বাণী

> মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই ।
( কাজী নজরুল ইসলাম) 

> আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম স্থান হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্টতর স্থান হলো বাজার।
( হযরত মুহম্মদ (স)

> নিশ্চই মসজিদ গুলো আল্লাহর জন্য । সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে ডেকো না।
( সুরা : জিন, আয়াত : ১৮) 

> নিশ্চয়ই মসজিদ আবাদ করবে যারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে।
( সুরা : তওবা, আয়াত : ১৮) 

> যে আল্লাহর মসজিদে তাঁর নাম স্মরণ করতে বাধা দেয় এবং তা বিরান করতে প্রয়াসী হয়, তার চেয়ে বড় জালিম আর কে ?
(সুরা : বাকারা, আয়াত : ১১৪) 

> কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে অহংকারে লিপ্ত হবে ।
( আবু দাউদ, হাদিস : ৪৪৯) 

> আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট (খারাফ) জায়গা হলো বাজার।
(সহিহ মুসলিম, হাদিস : ১৪১৪) 

> যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ জান্নাতেও তার জন্য অনুরূপ ঘর নির্মাণ করবেন।
( সহিহ বুখারি, হাদিস : ৪৫০) 

মসজিদ নিয়ে কবিতা

মসজিদ
– বজলুর রশীদ চৌধুরী

আমার বাড়ীর ঈশান কোণে ছোট্ট মসজিদ ঘর,
সেই ঘর থেকে ভেসে আসে আল্লাহু আকবার।
সকাল-বিকাল সবাই মোরা এই ঘরেতে যাই,
ঈমাম হুজুর বসে আছেন তাঁরই দর্শন পাই।
ছেলে-বুড়ো সবাই মোরা দ্বীনের শিক্ষা লই,
ধর্মসুতায় গাঁথা মোরা এক সারিতে রই।

আগের মানুষ পূর্ব-পুরুষ দাদার পরদাদা,
তাঁদের সাথে ছিলেন কত যাদের মন সাদা।
কষ্ট করে যতœভরে বানিয়েছেন ঘর যাঁরা,
তাদের লাগি দোয়া মাঙি নাজাত পাক তাঁরা।
নামাজ পড়ে তসবীহ হাতে এই ঘরেতে ব্যর্থ,
ধ্যানের চোঁখে চেয়ে দেখি রহমত পড়ছে খসি।
আজানের ঐ মুধর সুর যখন আসে কানে,
সর্বকর্ম ছেড়ে দিয়ে ছুটি মসজিদ পানে।

বেহেস্তের ঐ ফুল বাগিচা আমার মসজিদ ভাই,
মসজিদ আমার দ্বীনের আলো, মসিজদ আমার ঠাঁই।
গ্রামবাসী দেশবাসী দোয়া মাঙি হায়,
মসজিদের ঐ দাতা যেন স্বর্গ সন্ধান পায়।
দ্বীন-দুনিয়ার মালিক তুমি ওহে দয়াময়,
পূর্বসূরীর তরে যেন বেহেস্ত নসীব হয়।
তোমার আশিক তোমার মাসুক বানিয়েছেন এই ঘর,
তাঁদের দান কবুল কর, করিওনা গো পর।

ধনী দূর্জন কত সুজন এই ঘরেতে আসে,
ধনী-নির্ধন নাই ভেদাভেদ সবাই সবার পাশে।
মালিক তুমি মনিব তুমি, তুমি আমার সব,
তুমি বিনে এ ভূবনে আর কেহ নয় রব।
ইহলোকের রহমত আমার পরকালের সাক্ষী
শেষ বিচারের নিদানকালে মসজিদ যেন দেখি।
মসজিদ আমার ধ্যানের ধ্যান মসজিদ আমার প্রাণ
মসজিদ আমার জীবন প্রদীপ মসজিদ খোদার স্থান।
যত্ন করে রাখব তারে মনের মণি কোঠায়,
ধনী-গরীব যত মোমিন আসেন ভাই সেথায়
লা-শরীকের জিকির শুনে শুয়ে নিদ্রা যাই,
মসজিদের ঐ পাশে আমি-আমার কবর চাই।

মসজিদ নিয়ে ছবিসমূহ

> সাত ধরনের আমলের প্রতিদান মৃত্যুর পর কবরেও জারি থাকে।
১. যে ব্যক্তি কাউকে দ্বিনি ইলম শিক্ষা দেবে।
২. যে নদী প্রবাহিত করতে সহযোগিতা করবে।


৩. অথবা কূপ খনন করবে।
৪. অথবা গাছ রোপণ করবে।

৫. অথবা মসজিদ নির্মাণ করবে।
৬. অথবা কোরআন বিতরণ করবে।
৭. অথবা সুসন্তান রেখে যাবে যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে।
( আল বাহরুজ জাখখার : ১৩/৪৮৪)

আরো দেখুনঃ

সর্বশেষ কথাঃ

এই ছিল আজকে আমাদের পোস্ট মসজিদ নিয়ে বানী উক্তি স্ট্যাটাস ক্যাপশন কবিতা। এই পোস্টটি যদি আপনাদের কাছে ভাল লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করতে পারেন। এর পাশাপাশি পোস্টটি কেমন হয়েছে তা ভিজিট করে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

Leave a Comment