কুরবানী নিয়ে উক্তি, স্ট্যাটাস, কিছু কথা, হাদিস, আয়াত ও কবিতা

প্রিয় সুধী আজকে আপনাদের সামনে নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনারা আমাদের এই পেজ থেকে পোস্টটি দেখতে পারেন। কুরবানী নিয়ে উক্তি, স্ট্যাটাস, কিছু কথা, হাদিস, আয়াত ও কবিতা। আমাদের পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন পোস্ট। কুরবানী নিয়ে উক্তি, স্ট্যাটাস, কিছু কথা, হাদিস, আয়াত ও কবিতা। কিন্তু এখনো খুঁজে পাননি তাদের জন্য আজকের এই পোস্ট।

আমাদের এই পেজ থেকে কুরবানী নিয়ে উক্তি, স্ট্যাটাস, কিছু কথা, হাদিস, আয়াত ও কবিতা পোস্টটি দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আরো উক্তি পেতে আমাদের সাথেই থাকুন।

আপনারা যারা  কুরবানী নিয়ে উক্তি, স্ট্যাটাস, কিছু কথা, হাদিস, আয়াত ও কবিতা ইন্টারনেটে সার্চ করে দেখতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই পেজে কুরবানী নিয়ে উক্তি, স্ট্যাটাস, কিছু কথা, হাদিস, আয়াত ও কবিতা নিয়ে পোস্টটি দেওয়া হলো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন।

কুরবানী নিয়ে উক্তি

কুরবানী নিয়ে উক্তিঃ

> একে একে তিনবার ইব্রাহিম নবী সম্মুখীন হলেন মহা পরীক্ষার।

– এম এম মামুনুর রশিদ

> দশই জিলহজ্বে প্রতিবছর কুরবানী হয় শত সহস্রু পশু।

– এম এম মামুনুর রশিদ

> একই পরিবারের সব সদস্য পৃথক পৃথকভাবে নিসাবের মালিক হলে সবার ওপর আলাদাভাবে কোরবানি ওয়াজিব।

– সংগৃহীত

> কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানিদাতার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং তার অতীতের সব গুনাহ মোচন করে দেয়।

– ( তিরমিজি শরীফ ১/১৮০)

কুরবানী নিয়ে স্ট্যাটাস

কুরবানী নিয়ে স্ট্যাটাসঃ

> কোরবানি মানেই হল ত্যাগ।

– আলী আহা

> মমিনের আত্মত্যাগ পশুর প্রাণ ত্যাগ।

– সংগৃহীত

> ঈশ্বরকে খুশি করার স্বার্থে আত্মত্যাগের মহান ব্রত নিয়ে মুমিনরা পশু কোরবানী করে থাকে।

– সংগৃহীত

> দিন নাকো পশু কোরবানি বিফল হবে শেষ সবখানি মনের পশুরে কর জবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই।

– কাজী নজরুল ইসলাম

কুরবানী নিয়ে হাদিস

কুরবানী নিয়ে হাদিসঃ

আনাস ইবনে মালিক (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) দুইটি সাদা-কালো বর্ণের (বড় শিং বিশিষ্ট) নর দুম্বা কোরবানি করেছেন। আমি দেখেছি, তিনি দুম্বা দুটির গর্দানে পা রেখে— বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বললেন। অতঃপর নিজ হাতে জবেহ করলেন। (বুখারি, হাদিস : ২/৮৩৪)

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘নবী করিম (সা.) ঈদগাহে জবেহ করতেন এবং নহর করতেন।’ (বুখারি, হাদিস : ২/৮৩৩)

অতএব কোরবানির পশু জবাই করার নিয়ম হলো- গরু, ছাগল ও দুম্বা জবাই করা হবে এবং উট নহর করা হবে। নবী করিম (সা.) এমনটাই করেছেন।

কুরবানী নিয়ে আলোচনা

কুরবানী নিয়ে আলোচনাঃ

কুরবানী আল্লাহ তা‘আলার একটি বিধান। আল্লাতা,য়ালা  পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাহর কাছে কুরবানীর গোশত ও রক্ত পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের তাক্বওয়া”। (হজ্জ-৩৭)

কুরবানী হলো ইসলামের একটি মহান নিদর্শন। কুরআন মাজীদে আল্লাহ তা‘আলা নির্দেশ দিয়েছেন: ‘তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর ও পশু কুরবানী কর।’ (সূরা আল-কাউসার : ২)

কুরবানী নিয়ে কবিতা

কুরবানী নিয়ে কবিতাঃ

কোরবানি
– তনয় রাশেদ

মহাজাগতিক মুসাফির
চারিদিকে আজ খুশির জোয়ার
সবাই গাইছে গীত,
এসেছে ধরায় মুসলিম জাহানের
প্রিয় কুরবানির ঈদ।
সবাই ঈদে কুরবানি দিবে
প্রতিপালকের তরে,
মানব মনের পশুত্বটা যেন
একেবারেই যায় মরে।
নয় এটা কোন সামাজিক রীতি
এটা বড় উপাসনা,
বিজ্ঞ এমন সকল লোকের
এই কথাটা জানা।
কিছু মুর্খ কুরবানিকে ভেবে
সামাজিক রীতি নীতি,
টাকার গরম দেখাচ্ছে তারা
ভুলে স্রষ্টার ভীতি।
বেশী দাম দিয়ে গরু কিনে তারা
করে যায় অহঙ্কার,
কুরবানির সেই মহত্বটাকে
ভেঙ্গে করে চুরমার।
তারা তো জানেনা আল্লাহর কাছে
রক্ত মাংস পৌছেনা,
নিয়্যতটাই শুধু দেখার ছিল
খেয়ালে তাদের ধরেনা।
কুরবানি হল ত্যাগের নাম
ভোগের সাথে তার দ্বন্দ,
ভোগের জন্য কুরবানি করা
কাজটা বড়ই মন্দ।
অনাহারীকে আহার না দিয়ে
নিজেরাই আহার করলে,
কুরবানি তার কবুল হবেনা
শত গরু ছাগল মারলে।
শুধু পশু মারার নাম কুরবানি না
এতে আছে কিছু দর্শন,
নিজের মনের পশুত্বটাকেও
দিতে হবে বিসর্জন।
মহত্বটা উপরে তোলে
পশুত্ব যখন দিবে বাদ,
তখনি কেবল মানুষ হবে
আশরাফুল মাখলুকাত।

কুরবানী নিয়ে কিছু কথা

কুরবানী নিয়ে কিছু কথাঃ

> পশু কোরবানী নয় বান্দা আমার এসে তোমার পশুত্ব কোরবানি।

– এম এম মামুনুর রশিদ

> প্রভুর সন্তুষ্টির জন্য আপন খাহেশ কে কোরবানি করাই হল আসল কোরবানি।

– মাওলানা ভাসানী

> আল্লাহর নামে কোরবানি করা মুসলমান তোমার কোরবানিতে খুশি হবে রহমান।

– এম এম মামুনুর রশিদ

> কোরবানির শুধু আল্লাহর নামে করতে হবে ভাই বোন আল্লাহ ছাড়া আর কারো নামে হারাম জানাই।

– এম এম মামুনুর রশিদ

শেষ কথাঃ

কুরবানী নিয়ে উক্তি, স্ট্যাটাস, কিছু কথা, হাদিস, আয়াত ও কবিতা। কুরবানী নিয়ে উক্তি, স্ট্যাটাস, কিছু কথা, হাদিস, আয়াত ও কবিতা  পোস্ট পড়ে ভালো লাগে তাহলে এই পোস্টটি সকলের মাঝে শেয়ার করতে পারেন। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আরো নতুন উক্তি পেতে আমাদের পেজের সাথে থাকুন।

নিম্নে আরো দেখুনঃ

Leave a Comment