আইপিএলের সময় সূচি ২০২২ (IPL 2022 Fixtures)

আইপিএলের নতুন সময় সূচি প্রকাশ ২০২২। ক্রিকেট প্রেমীদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে আইপিএলের সময়সূচী প্রকাশ হয়েছে ।‌ এবারের ১৫  তম আসর শুরু হতে যাচ্ছে। ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআই জানিয়েছে এবারের আসরের খেলা বিগত আসরের চেয়ে ভিন্ন হবে। যা ক্রিকেট প্রেমীদের জন্য অত্যন্ত খুশির সংবাদ।২০২২ এবারের আসর এর প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে ২ এপ্রিল। এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ এ জুন ২০২২।

এবারের আইপিএলে দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করে দেয়া হবে। প্রথম পর্বের ম্যাচ শেষে দুটি ভিন্ন ভিন্ন গ্রুপ থেকে পয়েন্ট বিবেচনায় দুটি করে মোট চারটি দল উঠবে সেমিফাইনালে। চারটি দল সেমিফাইনালে এর বিজয়ী দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএল এর ফাইনাল ম্যাচ। এবারের আইপিএলের ম্যাচ গুলি নিয়মিত অনুষ্ঠিত হবে। দিন প্রতি দুটি করে ম্যাচ শুরু হবে। প্রথম ম্যাচের সময়সূচি ৩:৩০ আর দ্বিতীয় ম্যাচের সময়সূচি হবে সন্ধ্যা ৭:৩০ আর খেলাগুলি কয়েকটি চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে।

আইপিএল সময়সূচি ২০২২

যারা ক্রিকেট প্রেমী আইপিএল ২০২২ নিয়ে ইন্টারনেট সার্চ করতেছেন বিস্তারিত জানার জন্য।  আমরা তাদের জন্য  ধারাবাহিকভাবে এর সময়সূচী তুলে ধরেছি। চাইলে আপনি আমাদের এই পেজ থেকে আইপিএল ২০২২ এর খেলার বিস্তারিত তথ্য জানতে পারেন।এবারের আইপিএল এর সময়সূচি নিম্নে দেয়া হলো

> ২ এপ্রিল ২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসরের সর্বপ্রথম ম্যাচ টি।

> এবারের আসরের ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতিদিন ২টা করে।

> এবারের আসরের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল ৩ঃ৩০ মিনিটে।

> দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে।

> এবং সর্বশেষ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ এ জুন ২০২২।

২০২২ আইপিএল ফাইনাল ম্যাচ এর সময়সূচী

২০২২ এর সর্বশেষ যে চমকটি হবে সেটি হচ্ছে আইপিএলের ফাইনাল ম্যাচ। যা দেখার জন্য আইপিএল ভক্তরা অধিক আগ্রহে অপেক্ষায় থাকে।

Ipl

এবারের ২০২২ আসরে কয়টি দল অংশগ্রহণ করবে

২০২২ এবারের নতুন বছরের আইপিএল খেলায় মোট ১০ টি দল অংশগ্রহণ করতে যাচ্ছে। বিসিসিআই এর ঘোষণা মতে এবারের আইপিএলে নতুন দুটি দল অংশ গ্রহন করতে যাচ্ছে। দুটি দল হচ্ছে আহমেদাবাদ ও লক্ষৌ। গতবারের তুলনায় এবারে দুটি দল অতিরিক্ত খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে।

আইপিএল দল গুলোর তালিকা ২০২২

ক্রিকেট বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে আইপিএল। কোটি কোটি টাকা খরচ করে আইপিএল দলগুলো তাদের প্লেয়ার কিনে থাকে। ২০২২ আইপিএল খেলায় যে সমস্ত দল গুলো অংশগ্রহণ করবে। তাদের পূর্ণাঙ্গ লিস্ট নিম্নে তুলে ধরা হলো।

আইপিএলের সময় সূচি ২০২২ (IPL 2022 Fixtures)

  দলগুলোর তালিকা

১/ মুম্বাই ইন্ডিয়ানস

২/কলকাতা নাইট রাইডার্স

৩/চেন্নাই সুপার কিংস

৪/দিল্লি ক্যাপিটালস

৫/পাঞ্জাব কিংস

৬/সানরাইজার্স হায়দ্রাবাদ

৭/রাজস্থান রয়্যালস

৮/ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালাের

৯/আহমেদাবাদ (এবারের নতুন দল ) 

১০/ লক্ষৌ (এবারের  নতুন )

এবারের আইপিএলে নতুন নিয়ম ২০২২

এবারের আসরের আইপিএলে নতুন দুটি মুখ আসতে চলেছে। আর এই নতুন দল দুটি হচ্ছে লাখনৌ ও  আহমেদাবাদ। এ দল দুটির মালিকানা হচ্ছে মালিক সঞ্জীব গোয়েস্কার (দল লাখনৌ ) এবং আরেকজন হচ্ছে মালিক সিপিসি ক্যাপিটালস (দল আহ্মেদাবাদ)। নতুন দুটি দলের মালিকানা পাওয়ার জন্য তাদের দর হাঁকানো হয়েছে ৫২০০ কোটি রুপি। 

আইপিএল খেলা কবে

এবারের আইপিএলের আসরের খেলা প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ এপ্রিল ২০২২। হতে যাচ্ছে ২ এপ্রিল ২০২২। এবারের প্রথম ম্যাচটি শুরু হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে। বিসিসিআই জানিয়ে দিয়েছে ২ এপ্রিল চেন্নাই আইপিএল শুরুর সম্ভাবনা রয়েছে।

আইপিএল দলের  রিটেইন করা ক্রিকেটারদের নাম তালিকা ২০২২

চেন্নাই সুপার কিংস দলের প্লেয়ারের নাম তালিকা

 > রবীন্দ্র জাদেজা

 > এমএস ধোনি

 > রুতুরাজ গায়কওয়াড়

 > মঈন আলি

মুম্বাই ইন্ডিয়ান্স দলের প্লেয়ারের তালিকা

 > রোহিত শর্মা

 > জাসপ্রিত বুমরাহ

দিল্লি ক্যাপিটালস দলের প্লেয়ারের তালিকা

 > অ্যানরিচ নর্টজে

 > ঋষভ পান্ত

 > পৃথ্বী শ

 > অক্ষর প্যাটেল

সানরাইজার হায়দ্রাবাদ দলের প্লেয়ারের তালিকা

> কেন উইলিয়ামসন

কলকাতা নাইট রাইডার্স দলের প্লেয়ারের তালিকা

> সুনীল নারিন

> আন্দ্রে রাসেল

> বরুণ চক্রবর্তী

> ভেঙ্কটেশ আইয়ার

রাজস্থান রয়েলস দলের প্লেয়ারের তালিকা

> সঞ্জু স্যামসন

রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের প্লেয়ারের তালিকা

 > বিরাট কোহলি

>গ্লেন ম্যাক্সওয়েল

কিংস ইলেভেন পাঞ্জাব দলের প্লেয়ারের তালিকা

কোন প্লেয়ার রাখেনি সব প্লেয়ার ছেড়ে দিয়েছে

লাখনৌ দলের প্লেয়ারের তালিকা

> নতুন দল

আহমেদাবাদ দলের প্লেয়ারের তালিকা

> নতুন দল

২০২২ আইপিএলের সবচেয়ে দামি প্লেয়ার

এবারের আসরের সবচেয়ে দামি প্লেয়ারের নাম তালিকা নিম্নে উপস্থাপন করা হলো।

> ঈশান কিশান যার মূল্য ১৫ কোটি ২৫ লাখ টাকা। ( দল মুম্বাই ইন্ডিয়ান্স) 

 > দীপক চাহার যার মূল্য দাঁড়িয়েছে ১৪ কোটি টাকা। ( চেন্নাই সুপার কিংস) 

 > শ্রেয়াস আইয়ার যার মূল্য দাঁড়িয়েছে ১২ কোটি ২৫ লক্ষ টাকা। ( কেকেআর) 

 > শার্দুল ঠাকুর যার মূল্য ১০ কোটি ৭৫ লক্ষ টাকা ( দিল্লি ক্যাপিটালস) 

 শেষ কথাঃ 

আমরা যারা নিত্যনতুন খেলার আপডেট পেতে চাই। তাদের জন্য আমরা এই পেইজে খেলার তালিকা সহ খেলার আপডেট তুলে ধরবো। আপনারা যারা ক্রিকেটপ্রেমী তারা আমাদের এই সাইটকে ফলো করতে পারেন।

আরো দেখুনঃ

Leave a Comment