মালিন্দো এয়ার টিকিট চেক করার পদ্ধতি জানুন

মালিন্দো এয়ার টিকিট চেক করার পদ্ধতি।শুরুতেই আমরা জেনে নিব মালিন্দ এয়ার সম্পর্কে। মালয়েশিয়ার একটি বিমান সংস্থার নাম হচ্ছে মালিন্দ এয়ার।মালয়েশিয়ার সেলেংগারে এর সদর দপ্তর অবস্থিত। এই বিমান সংস্থাটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এর বহরে মোট বিমান সংখ্যা ২২ টি। বাহিরের ৬৯ টি ডেস্টিনেশনে ফ্লাইট পরিচালনা করে আসছে।

আমরা যারা মালিন্দ এয়ার টিকিট চেক করার পদ্ধতি জানার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছি, তারা আমাদের এই সাইট থেকে মালিন্দ এয়ার টিকিট চেক করার নিয়ম জেনে নিতে পারেন।

মালিন্দো এয়ার টিকিট চেক

মালিন্দো এয়ার টিকিট চেক করার জন্য কিছু নিয়ম ফলো করতে হবে আপনাকে। নিম্নে নিয়মগুলো উপস্থাপন করা হলো।

> প্রথম অবস্থায় মালিন্দো এয়ার টিকিট চেক করার জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট এবং লিঙ্কে প্রবেশ করুন।

> এরপর দেখতে পারবেন MANAGE BOOKING অপশন আপনার সামনে ওপেন হবে।

> অতঃপর MANAGE BOOKING বাটনে ক্লিক করুন, PNR, First Name এবং Last Name অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার টিকিট থাকা পি এন আর নাম্বার এবং আপনার নামের প্রথম ও শেষ অংশ যথাস্থানে বসিয়ে দিন। সর্বশেষে MANAGE BOOKING বাটনে ক্লিক করুন।

সমস্ত তথ্য গুলি পরিপূর্ণ করে আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর আপনি আপনার মূল্যবান টিকিটের সব তথ্য জানতে পারবেন। তবে কোনো কারণবশত টিকিটের তথ্য না আসলে যেখান থেকে আপনি টিকেট কেটেছেন সেখানে যোগাযোগ করতে পারেন।

এভাবে নিয়ম গুলো ফলো করে মালিন্দ এয়ার টিকিট চেক করতে পারেন।

সমাপনীঃ 

আপনি আপনার মূল্যবান টিকেট নিজে চেক করুন। এবং অপরকে এই তথ্যগুলো সম্পর্কে জানার জন্য তাদের কাছে পৌঁছে দিতে পারেন। এর দ্বারা আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।

Leave a Comment