আমাদের জীবনকে সুন্দর ভাবে গড়িয়ে তোলার জন্য। সঠিক পথ দেখিয়ে দেয়ার জন্য যে শিক্ষা দেন। তাকে আমরা শিক্ষক হিসেবে চিনি। শিক্ষক মানে মূলত জীবনের পথ দর্শক ,অন্ধকার পথের আলোকবর্তিকা। একজন শিক্ষকের মৃত্যুতে ছাত্রের যে পরিমান ক্ষতি হয় তা অন্য কেউ বুঝতে পারবে না। একজন শিক্ষকের মৃত্যু মানে ছাত্রের ভবিষ্যৎ জীবনের সকল দিক বন্ধ হয়ে যাওয়া।
তাই একজন ছাত্র হিসেবে আপনি আপনার শিক্ষককে সম্মান করুন। এবং তাকে শ্রদ্ধা করুন। আপনি আপনার প্রিয় শিক্ষকের মৃত্যু নিয়ে শোক কাটিয়ে না উঠতে পারেন, তাহলে শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি গুলো পড়ে দেখুন। উক্তি গুলো পড়লে মনে সাহস এবং পাশাপাশি শিক্ষকের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে।
শিক্ষকের মৃত্যু নিয়ে স্ট্যাটাস
মত্যু হলো কঠিন বাস্তব যা অবধারিত, কিন্তু মেনে নেওয়া খুব কস্টোসাধ্য। মৃত্যু যদি আমরা না চাই তবুও মৃত্যু আমাদের পাকড়াও করবে। নিম্নে শিক্ষকের মৃত্যু নিয়ে স্ট্যাটাস তুলে ধরা হলঃ
মানব জাতি দিয়েছে শিক্ষকের সম্মান
পিতা-মাতার পরে তাঁর স্থান,
মায়ের কোলে সিক্ষা সাধন
শিক্ষাগুরুর প্রতি মর্যাদার গাঁথন/
অজ্ঞ- মূর্খের অন্তরে সদা,
দিয়েছ শিক্ষার দীপ্ত আলো,
ক্ষয়িষ্ণু, ব্যতীত ভগ্ন হৃদয়
তোমার পরশে হয় ভালো/
হে আমার শ্রদ্ধেয় শিক্ষক/
দিয়েছো এগিয়ে চলার প্রেরণা,
যা সঞ্চার করেছে মোর জীবনে
নব চেতনার উদ্দীপনা/
শিক্ষা মোদের মনের শক্তি
কলম মোদের হাতিয়ার,
মোদের মনে শিক্ষার আলো
শিক্ষকের দ্বারা তৈয়ার।
শিক্ষার আলো পেয়ে মোরা
হয়েছি বড় ভাগ্যবান,
শিক্ষার মশাল যুগ যুগান্তর
হয়ে রবে দীপ্যমান।
শিক্ষাদানের আর দীক্ষাদানে
সদা রয়েছে যারা রত,
তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে
মোদের মন যে অনুরত।
শিক্ষক বিনা কোন মানুষ
হতে পারে না বিদ্বান,
তাইতো জীবন গড়ার তরে
তাদের শ্রেষ্ঠ অবদান।
শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি
আজকে আমরা কথা বলবো শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি বাণী ক্যাপশন ও কবিতা নিয়ে। অনেকেই আছেন যারা শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি বাণী ক্যাপশন পাওয়ার জন্য ইন্টারনেটে অনুসন্ধান করে থাকেন। তাদের জন্য আজকের পোষ্টে শিক্ষকের মৃত্যু নিয়ে সেরা কিছু উক্তি বাণী ও ক্যাপশন দেওয়া হয়েছে।সবার আগে শিক্ষকের মৃত্যু নিয়ে উক্তি বাণী ও ক্যাপশন সংগ্রহ করার জন্য আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
“আমরা যখন আমাদের শিক্ষকের মৃত্যুতে শোক করি, ফেসবুকে স্ট্যাটাস দেই তখন আমাদের মন দুঃখে ব্যথিত হয়।
“ শিক্ষকের মৃত্যু একটি অঙ্গ হারানোর সমতুল্য।
“ কিছু লোক আমাদের জীবনে আসে হৃদয়ে ছাপ ফেলে যায়, এবং আমরা কখনই এক রকম থাকি না।”
“ শিক্ষক আমাদের বাবা-মার মতই লালন-পালন করেন। তারা এই জীবনে আমার পাশে থাকুক বা পরের জীবনে আমার জন্য অপেক্ষা করুক।
“আপনি কি জানেন, আপনি আপনার শিক্ষকের মৃত্য শিক্ষকের ভালবাসা বন্ধ করতে পারবেন না, বিশেষত যদি তিনি জীবিত কারও চেয়ে ভাল ছিলেন।
“আপনি যখন শিক্ষককে হারান ব্যাথা হয়, কিন্তু এর চেয়ে ব্যাথা হয় যখন আপনি এখনও বেঁচে থাকা কোনও শিক্ষককে হারিয়ে ফেলেন।
শিক্ষকের মৃত্যু নিয়ে কবিতা
পৃথিবীর মধ্যে সম্মানের ব্যক্তি হচ্ছে শিক্ষক। মানুষের মিত্যু হলেও একজন শিক্ষকের মিত্যু হয় না। সে বেঁচে থাকে প্রত্যেক ছাত্রের হৃদয়য়ের মাঝে।সাধারন মানুষ মারা গেলে কিছুদিন পরে তার কথা কেউ সরণ রাখে না। আর একজন শিক্ষক মারা গেলে তার কথা প্রাই সকলেই সরণ করে।
শিক্ষকের মৃত্যু নিয়ে কবিতা
মানব জাতি দিয়েছে শিক্ষকের সম্মান
পিতা-মাতার পরে তাঁর স্থান,
মায়ের কোলে শিক্ষা সাধন
শিক্ষাগুরুর প্রতি মর্যাদার গাঁথন/
অজ্ঞ-মূর্খের অন্তরে সদা
দিয়েছ শিক্ষার দীপ্ত আলো,
ক্ষয়িষ্ণু ব্যাথিত ভগ্ন হৃদয়
তোমার পরে হয় ভালো/
হে আমার শ্রদ্ধেয় শিক্ষক
তুমি যে এক শীতল পাবন,
যা দিয়ে অজস্র শিক্ষাথীর
অস্থিরতা হয়েছে দমন/
হে মোর প্রিয় শিক্ষক!
দিয়েছ এগিয়ে চলার প্রেরনা,
যা সঞ্চার করেছে মোর জীবনে
নব চেতনার উদ্দীপনা!
শিক্ষা ও শিক্ষক
আবু সাঈদ
শিক্ষা মোদের মনের শক্তি
কলম মোদের হাতিয়ার,
মোদের মনে শিক্ষার আলো
শিক্ষকের দ্বারা তৈয়ার
শিক্ষার আলো পেয়ে মোরা
হয়াছি বড় ভাগ্যবান,
শিক্ষার মশাল যুগযুগান্তর
হয়ে রবে দীপ্যমান।
শিক্ষাদানে আর দীক্ষাদানে
সদা রয়েছে যারা রত,
তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মোদের মন যে অনুরত।
শিক্ষক বিনা কোনো মানুষ
হতে পারে না বিদ্বান,
তাইতো জীবন গড়ার তরে
তাঁদের শ্রেষ্ঠ অবদান
হে প্রিয় শিক্ষক
শত পিছুটান ছাড়ি এসেছিল তব ধারে
ভালোবাসা দিয়ে পরম যত্নে নিয়েছো আপন করে।
থমকে যাওয়া হৃদয়য়েতে মোর আনিয়াছ ফের গতি
তুমি আমার জ্ঞানের শহর আমি সামান্য অতি!
চিন্তা চেতনা ব্যবহারে মুগ্ধ আমার মন
তোমার হাতেই হলো বুঝি নব জ্ঞানের উন্মোচন।
এমন মানব গড়েছ হে খোদা! শুকরিয়া জ্ঞাপি তোমায়
তাহার মনের কোণেতে গাঁথিও ভালোবাসা দিয়ে আমায়।
হায়াত তাহার বাড়িয়ে দিওগো নেক আমলের সাথে
ইজ্জত আর সম্মান দিয়ে রেখো এই দুনিয়াতে।
অগণিত গুনে সজ্জিত তুমি শিক্ষক প্রিয় মোর
শেষ কথাঃ আমরা জানি প্রত্যেক জীবনকেই মৃত্যু বরন করতে হবে, মৃত্যু চিরন্তন সত্য। তবে কিছু
মৃত্যুর মৃত্যু হয় না, দেহটাই আড়াল হয়। শিক্ষকের মৃত্যুটাও শুধু দেহ থেকে প্রান ত্যাগ করেছে।কিন্তু
শিক্ষকের কর্ম, শিক্ষা, আদর্শ, ছাত্র-ছাত্রীর কাছে বিভিন্ন জায়গায় সৃতি হয়ে থাকবে।তাই শিক্ষকের
জন্য সকলেই প্রার্থনা করবো।