পহেলা বৈশাখের কবিতা শুভেচ্ছা বার্তা ও ছবি ১৪২৯। পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে সকলের মাঝে শুরু করছি বৈশাখের কবিতা। যারা পহেলা বৈশাখ কবিতাকে ভালোবাসেন এবং কবিতাগুলো পেতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই পোষ্ট। পহেলা বৈশাখে কেন্দ্র করে আপনাদের মাঝে সুন্দর সুন্দর কবিতা গুলো উপস্থাপন করা হল। আপনারা এখান থেকে অতি সহজেই শুভ নববর্ষ কবিতাগুলো সংরক্ষন করতে পারবেন।
বাংলার মানুষ পহেলা বৈশাখের কথা চিন্তা করে বিভিন্ন ধরনের কবিতা পড়ে থাকেন। তাই আপনারা যারা পহেলা বৈশাখ নিয়ে কবিতা মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে সার্চ করছেন তাদের কথা চিন্তা করে পহেলা বৈশাখের কবিতা তুলে ধরেছি। নিম্নে পহেলা বৈশাখ নিয়ে কবিতা দেখে আসি।
পহেলা বৈশাখের কবিতা
পহেলা বৈশাখ কাটুক আনন্দ উদযাপনে। পহেলা বৈশাখ কাটুক ছন্দে ছন্দে। পহেলা বৈশাখ প্রেমীদের জন্য সুন্দর সুন্দর কবিতাগুলো এই পেজের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। পহেলা বৈশাখ নিয়ে কবিতা বিশ্ব বিখ্যাত কবি গান আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। বিশ্ব বিখ্যাত কবিদের কথা স্মরণ করে নববর্ষের শুভেচ্ছা বাণী ও বৈশাখী কবিতা নিম্নে তুলে ধরা হলো। এখান থেকে আপনি pohela boishakh kobita পহেলা বৈশাখের কবিতা ও শুভেচ্ছা বাণী ও শুভ নববর্ষ এবং ছবি দেখতে পাবেন। এখান থেকে আপনারা পহেলা বৈশাখের কবিতা শুভ নববর্ষের শুভেচ্ছা ও ছবিগুলো শেয়ার করতে পারেন। নিম্নে কবিতাসমূহ দেয়া হল।
পহেলা বৈশাখের কবিতা
শুভেচ্ছার বার্তা নিয়ে আসে
বাংলার ১ম দিনের পহেলা বৈশাখ।
পহেলা বৈশাখ ভরে ওঠে আনন্দ উদযাপনে,
দিয়ে যায় শুভেচ্ছা বার্তা বাঙালির মনে।
এসো হে বৈশাখ পান্তা ইলিশ নিয়ে
সকলের মাঝে গাও গান জয় ধ্বনি দিয়ে।
বছরে সবাই থাকবো মিলে একসাথে
আনন্দ উদযাপন আর নাচে গানে উল্লাসে।
এসো হে বৈশাখ
রবীন্দ্রনাথ ঠাকুর
এসো এসো এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষের দাও উড়ায়ে,,
বৎসরের আবর্জনা দুর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রু বাষ্প সুদূরে মিলাক !!””
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,,,,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্মটিজাল যাক দূরে যাক !!””
পহেলা বৈশাখের কবিতা
বছর ঘুরে এলো আবার প্রহেলা বৈশাখ
বাঙ্গালী তাই সেজেছে আজ নববর্ষের সাজ !””
জাতিভেদ ভুলে গিয়ে এক কাতারে তারা
বর্ষবরনের আনন্দে হয়েছে দিশেহারা !!””
পান্তা ইলিশ, পিঠাপুলি আর বৈশাখী মেলায় ‘’
নাচে গানে উল্লাসে মঙ্গল শোভাযাত্রায় ;’’’’
হাল খাতার রঙে রঙিন বাজারে দোকান
একই কন্ঠে তারাও গাইছে সাম্য মৈত্রের গান !!””
এসো তাই ভুলে যাই জাতি বর্ণ বিদ্বেষ,,,
সারা বছর মিলেমিশে থাকবো মোরা বেশ !!”””
পহেলা বৈশাখের মিষ্টি কবিতা
বাজে ঢোল বাজে ঢাক
ঐ এলো বৈশাখ !!””
মেলা হবে খেলা হবে
হবে কবি গান,,,,
বৈশাখে বাঙালির নাচে মন প্রাণ !!””
মন নাচে প্রাণ নাচে
হাসে কবি গুরু
ঝড় এলে বুক কাঁপে
ভয়ে দুরু দুরু !!
পহেলা বৈশাখের কবিতা ২
বৈশাখ এলো ক্ষিপ্ত বেগে
সিঁদুর মেঘের গায়,,
বৈশাখ এলো উগ্রতা নিয়ে
কৃসনো মেঘের নায় !!””
বৈশাখ এলো কাল বৈশাখীর
হাওয়ায়-হাওয়ায় ধেয়ে,,
বৈশাখ এলো বাউলের বেশে
বৈশাখী গান গেয়ে !!””
উচ্ছ্বাসের এই দিনে নবীন
ছড়াও প্রেমের বার্তা ,,
তোমরা জাতির ধরবে হাল
আর হবে দেশের কর্তা !!””
শোষণ যুলুম রুখে দাড়াও
তাড়াও দুখের দিন ,,
সব বেদনা ভুলে বাজাও
হেথায় সুখের বীণ !!””
এদেশ আমার জন্মভূমি
এদেশ আমার প্রাণ ,,
কাঁদলে কেউ দুখে
পড়ে হৃদয় সুতোয় টান !!””
পুরোনো সব দুঃখ ভুলে
ফিরে এলো প্রহেলা বৈশাখ,,
সব ভেদাবেদ ভুলে বাজাও
ন্যায় শাসনের হর্ষ !!””
বৈশাখের কবিতা ১৪২৯
পহেলা বৈশাখের এই নবীন প্রভাতে
প্রাণে জাগুক নব নব আশা ,,
পহেলা বৈশাখের আজিকে সবাই
নিও মোর প্রীতি ও ভালবাসা !;;
প্রভাতে সোনার বরণ রবি
উঠিয়াছে পূর্ব গগনে ,,
মাধবী, মালতী, টগর, করবী
ফুটিয়াছে বনে বনে !!”
ফুলে ফুলে উড়ে প্রজাপতি
সমীরণ সৌরভ ছড়ায় ,,
মাতিয়া উঠে সবাকার প্রাণ
খুশিতে হৃদয় ভরে যায় !!”
পহেল বৈশাখের নতুন প্রভাতে
পাখিরা গাইছে গান ,,
আপন বেগে বহিছে নদী
শোন নদীর কলতান !!”””
বাংলা নববর্ষ কবিতা শুভেচ্ছা বার্তা ও ছবি
বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলের মনে আনন্দের জোয়ার বয়ে আনে। নতুন বছরের নতুন কবিতা জানার জন্য আপনারা যারা আগ্রহী হয়ে অপেক্ষায় আছেন তাদের জন্য কবিতা ও শুভেচ্ছা বার্তা পোস্টের মাধ্যমে তুলে ধরেছি। নিম্নে বাংলা নববর্ষ কবিতা শুভেচ্ছা বার্তা ও ছবি দেখতে পাবেন।
আসছে নববর্ষ – কবিতা
বৈশাখের শুরুতে হারিয়ে যাই
বাংলা নববর্ষে এমন আনন্দ পায় কোথা।
আনন্দ উদযাপনে যাই হারিয়ে
শুভ নববর্ষের এই দিনে।
সাল পহেলা আসছে আবার
নববর্ষের হালখাতা
বর্ষবরণ উৎসবে তাই
মেতে উঠবে জনতা।
গাঁয়ের মাঠে বসবে আবার
বৈশাখের ঐ মেলা
ছোট্র খোকা দোলনায় চড়ে
খেলবে মজার খেলা।
খোকা-খুকি ছন্দ পায়ে
নাচবে তা ধিন’তা
খুশির স্রোতে ভেসে যাবে
দূর অতীতের চিন্তা।
বটের নিচে জমবে আবার
পান্তা খাওয়ার ধুম
বর্গাচাষি করিম চাচার
হারিয়ে গেছে ঘুম !!
সর্বশেষ বাণীঃ
পহেলা বৈশাখ নিয়ে এই ছিল আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পহেলা বৈশাখের কবিতা গুলো সকলের মাঝে আপনি শেয়ার করতে পারেন। আর পহেলা বৈশাখের শুভেচ্ছা ও আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে পারেন।