মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বানী, কথা, উক্তি ও কবিতা

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বানী, কথা, উক্তি ও কবিতা

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বানী, কথা, উক্তি ও কবিতা। আজকে আমাদের পেজে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বানী, কথা, উক্তি ও কবিতা নিয়ে পোস্ট তুলে ধরা হলো।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বানী, কথা, উক্তি ও কবিতা আপনারা যারা ইন্টারনেটে নফস নিয়ে উক্তি সার্চ করছেন তারা আমাদের এই পেজে পোস্টটি দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আরো উক্তি পেতে আমাদের সাথেই থাকুন।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বানী

>  আমার শেষ সংগ্রাম বাংলাদেশকে স্বাধীন করা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা, ভারতের সহিত কনফেডারেশন। এই তিন কাজের সাধন ইনশাল্লাহ আমার জীবিতকালে দেখার প্রবল ইচ্ছা অন্তরে পোষন করি।
-আবদুল হামিদ খান ভাসানী

> আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।”
-আবদুল হামিদ খান ভাসানী

> আমি খেটে খাওয়া মানুষের কথা বলি। আবদুল হামিদ খান ভাসানী।

> একের ঘরে মনকে বসাও, অভীষ্টকে পাইবে। আবদুল হামিদ খান ভাসানী

হামিদ খান ভাসানীর কথা

> গড়িতে হইলে আগে ভাঙিতে হয়। মানুষের মুক্তি আপোষরফায় আসে না। সুদূরপ্রসারী, কর্মসূচীভিত্তিক বিপ্লবই এর একমাত্র পাথেয়।

> রাজনীতি শিখিতে হয় সাধারণ মানুষ আর পরিবেশ হইতে।

> নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতে ইসলাম মানেই ইসলাম নয়।

> আমি ইতিহাসবেত্তা নই, রাজনৈতিক আন্দোলনের ভাষ্যকারও নই। আমি হাড়ে হাড়ে রাজনীতিবিদ থাকতে চাই এবং অসিংসার বাণী নয়, বিপ্লবের মন্ত্রে উদ্দীপিত হইয়া আন্দোলন চালাইয়া যাইতে চাই।

> আমাদের ভাগ্য আমাদেরই গড়ে নিতে হবে। পিন্ডির গোলামি ছিন্ন করতে হবে।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর উক্তি ও কবিতা

মাওলানা ভাসানী
– মোঃ আনিছুর রহমান 

টাঙ্গাইলের সন্তোষে যার বাড়ি
তিনিই মাওলানা ভাসানী,
ছিলেন একা, ছিল না সঙ্গি
ছিল না বৃষ্টির ছাতা, শীতের কাঁথা
তবুও ছিলেন তিনি মজলুম জননেতা।

লড়াই করেন অসৎ জমিদারের বিরুদ্ধে
জুলুমের শিকার হয়েছে যারা,
তিনি দাঁড়িয়েছেন তাদের পাশে।
জনগণের ভালবাসাতে তাঁর ছবি ভাসে।

শিক্ষকতা করেন টাঙ্গাইলের কাগমারী
প্রতিবাদ করেন জমিদারের বাড়ি,
বাধ্য হয়ে তাঁকে চলে যেতে হলো
কাগমারী ছাড়ি।
কাগমারী-কাওয়াখালী-গাইবান্ধা
ছিল তাঁর আদর্শের এলাকা,
তিনি ছিলেন সাহসের এক উজ্জল বলাকা।

তিনি দেশের মাটিতে-
ঘটিয়েছেন বহু কৃষক সমাবেশ,
একটু একটু করে হচ্ছিল জমিদারের অবশেষ।
এই সৎ মানুষটি! গেল আসামের মাটিতে
কৃষকের এক বিরাট সমাবেশে,
যেন বাংলা আদর মেখে-
মাওলানা আব্দুল হামিদ খান-
“ভাসানী” উপাধি পেল সেখান থেকে।

তিনি দেশে ফিরে এসে-
আবারও ঘটালেন এক কৃষক সমাবেশ
বাংলা কৃষক তাঁকে বরণ করে নিল
তাদের প্রাণের জননেতা হিসাবে।
তারপর তিনি পাড়ি দিয়েছেন কত পথ!
ইসলামী মতাদর্শে তাঁর গড়া আদর্শে।

শেষ কথাঃ

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বানী, কথা, উক্তি ও কবিতা। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর বানী, কথা, উক্তি ও কবিতা পড়ে ভালো লাগে তাহলে এই পোস্টটি সকলের মাঝে শেয়ার করতে পারেন। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

আরো পড়ুনঃ

tech-007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *