মালায়শিয়া ভিসা চেক করার নিয়ম অনলাইনে

বর্তমান সময়ে আপনি নিজেই আপনার মালয়শিয়ান ভিসা চেক করতে পারবেন। আপনার মালয়শিয়া ভিসা সকল তথ্য আপনি নিজ স্থান থেকেই জানতে পারবেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মালয়শিয়ান ভিসা চেক করার সহজ পদ্ধতি।

আমাদের এই সাইট থেকে ভিজিট করে আপনি নিজে জানতে পারবেন মালয়শিয়া ভিসা চেক কিভাবে করে। দেরি না করে আমাদের এই সাইটকে ফলো করুন।

মালায়শিয়া ভিসা চেক করার নিয়ম অনলাইনে

মালয়শিয়া ভিসা চেক করার জন্য আপনাকে কয়েকটি নিয়ম ফলো করতে হবে।

> প্রথম নিয়মঃ গুগল সার্চ বক্সে গিয়ে immigration department of malaysia. লেখাটি লিখতে হবে। এরপর আপনাকে এন্টার বাটনে ক্লিক করতে হবে। অতঃপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। এখান থেকে Application Status Inquiry তে ক্লিক করুন।

এবার আপনি দেখতে পারবেন মালয়েশিয়া গভর্নমেন্ট এর এই  https://eservices.imi.gov.my সাইটটি ওপেন হয়েছে।

malaysia

> দ্বিতীয় নিয়মঃ মূলত দুটি পদ্ধতিতে আপনার মূল্যবান ভিসা চেক করতে পারেন। একটা হল Employer Identification Card No. দিয়ে এবং অপরটি হল Company Registration No.দিয়ে। এখান থেকে আপনি Company Registration No. দিয়ে ভিসা চেক করে নিতে পারেন। আপনার কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার এর স্থলে আপনার ভিসায় থাকা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার টি দিন এবং সার্চ বাটনে ক্লিক করুন।

সহজেই আপনি এখান থেকে দেখতে পাবেন এই কোম্পানিতে কতগুলো ভিসা হয়েছে। Maid Name/Employee আপনার নামটি খুঁজে নিতে পারেন এখানে আছে কিনা? এরপর আপনার নাম খুঁজে পেলে নামের পাশে Status অপশনে গিয়ে দেখুন সেখানে কি লেখা আছে। যদি সেখানে PRINT লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিসাটি হয়ে গেছে। এবার আপনার ভিসাটি সংগ্রহ করে নিতে পারেন।

এছাড়াও ভিসা চেক করার ক্ষেত্রে Status এর কলামে PRINT বাদেও আরও সাত ধরনের Status আসতে পারে। বর্তমান অবস্থার ওপর এটি নির্ভর করে।

সর্বশেষ কথাঃ

যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা আমাদের এই পোস্টটি ফলো করে ভিসা চেক করার নিয়ম জেনে নিতে পারেন। অতি সহজভাবে আপনাদের সামনে মালয়শিয়ান ভিসা চেক করার নিয়ম তুলে ধরা হয়েছে। পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে অথবা আপনার নিকটস্থদের সাথে শেয়ার করতে পারেন।

Leave a Comment