সিঙ্গাপুর কাজের ভিসা এবং আই.পি.এ চেক করুন অনলাইনে

আসসালামু আলাইকুম। শুরুতেই আমি জানাবো যে সকল ভাইয়েরা সিঙ্গাপুর যাচ্ছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা অনেকেই আছেন সিঙ্গাপুরের কাজের ভিসা এবং আই.পি.এ চেক করতে চাচ্ছেন কিন্তু সঠিক নিয়ম পাচ্ছেন না। তাদের জন্য আমাদের এই পেজে অতি সহজ করে  এর  চেক করার নিয়ম দেওয়া হলো।

আমরা যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কাজের ভিসা নিয়ে যাচ্ছি অনেকেই বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন হয়ে থাকি। সিঙ্গাপুর কাজের ভিসা এবং আই.পি.এ সঠিক কিনা তা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাই। আর এই ঝামেলার সম্মুক্ষিন থেকে রক্ষা পাওয়ার জন্য সিঙ্গাপুর এর  কাজের ভিসা এবং আই.পি.এ সঠিক নিয়মে চেক করে নিন।

সিঙ্গাপুর কাজের ভিসা এবং আই.পি.এ চেক করুন অনলাইনে

আপনাকে কয়েকটি নিয়ম ফলো করতে হবে। নিয়মগুলি আপনাকে ধাপে ধাপে পূরণ করতে হবে। আর নিয়ম অনুযায়ী এই সিঙ্গাপুর এর কাজের ভিসা এবং আই.পি.এ চেক করলে সঠিক তথ্য পেয়ে যাবেন।

নিম্নে নিয়মগুলি দেওয়া হলোঃ 

> সর্ব প্রথম যে কাজটি আপনাকে করতে হবে তা হলো গুগল সার্চ বক্সে গিয়ে mom. gov.sg লিখে সার্চ করতে হবে।

> আপনি একটা লিঙ্ক দেখতে পারবেন Ministry of Manpower। এই লিংকের ভেতর আপনাকে প্রবেশ করতে হবে।

> একটু নিম্নে  e Services লেখা আছে। এই লেখার উপরে ক্লিক করে ভেতরে প্রবেশ করতে হবে।

বোঝার সুবিধার্থে নিম্নে পিকচার দেওয়া হলো 

e service

> আপনার সামনে একটি ইন্টারফেজ আসবে এখান থেকে work permit for foreign worker অপশনটি সিলেক্ট করুন ও Application Status Check via Work Permit online ( Non-login) লেখা সিলেক্ট করুন।

> এবার দেখতে পারবেন I Agree লেখাটিতে ক্লিক করে প্রবেশ করুন।

>  আপনি পেজের বাম পাশে দেখতে পারবেন WPOL Menu থেকে Enquire লিংকে ক্লিক করে Work Permit (WP) Validity / Application Status/ Salary ( Approved and Valid WP) লেখাটি সিলেক্ট করুন।

> এবার স্ক্রিনে ছবির মত একটি পেজ দেখতে পারবেন। এরমধ্যে Passport No সিলেক্ট করুন। এবং আপনার পাসপোর্ট নাম্বার ও আপনার নাম দিয়ে Next বাটনে ক্লিক করুন।

> অতঃপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে যার মধ্যে থেকে Option-3 সিলেট করে আপনার আইপি দেখে।

১/ Worker`s Work Permit No. এবং

২/ Date of Application of Work Permit. পূরণ করতে হবে। সবকিছু ওকে হওয়ার পরে Next বাটনে ক্লিক করুন।

এরপর পেজ ওপেন হলে আপনার রেজাল্ট দেখুন। যদি সেখানে Approved থাকে তাহলে আপনার ভিসাটি পরিপূর্ণ ঠিক আছে।

Approved

উপরোক্ত নিয়মগুলি ভালোভাবে ফলো করলে।সিঙ্গাপুর কাজের ভিসা এবং আই.পি.এ চেক করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর এটাই হচ্ছে চেক করার সবচেয়ে সহজ মাধ্যম। আপনি আপনার মূল্যবান কাজের ভিসা চেক করে নিশ্চিত থাকতে পারেন।

আরো দেখুন:

Leave a Comment